ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ৪৩টি প্রতিষ্ঠানকে করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে। এই পুরস্কার দেওয়া হয় প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের স্বীকৃতি হিসেবে।
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অনুষ্ঠিত হয়। আইসিএসবির নির্ধারিত মান অনুযায়ী, ২০২৪ সালে করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কোম্পানিগুলোর প্রচেষ্টা এবং বিএসইসির করপোরেট গভর্ন্যান্স কোডের সঙ্গে সংগতিপূর্ণ কার্যক্রমের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ১৪টি ক্যাটেগরিতে বিজয়ী ৪৩টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। পুরস্কারটি গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ তিন ক্যাটেগরিতে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গেস্ট অব অনার ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. সাইফুদ্দিন সিএফএ এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা:
- জেনারেল ব্যাংকিং: ব্র্যাক ব্যাংক (গোল্ড), ইস্টার্ন ব্যাংক (সিলভার), সিটি ব্যাংক (ব্রোঞ্জ)
- ইসলামিক ব্যাংকিং: শাহজালাল ইসলামী ব্যাংক (গোল্ড)
- ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান: আইডিএলসি ফাইন্যান্স (গোল্ড), ডিবিএইচ ফাইন্যান্স (সিলভার), আইপিডিসি ফাইন্যান্স (ব্রোঞ্জ)
- সাধারণ বীমা: সিটি ইন্স্যুরেন্স ও সেনা ইন্স্যুরেন্স (গোল্ড), গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স (সিলভার), রিলায়েন্স ইন্স্যুরেন্স (ব্রোঞ্জ)
- জীবন বীমা: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স (সিলভার), ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স (ব্রোঞ্জ)
ওষুধ ও রাসায়নিক:
-
রেকিট বেনকিজার বাংলাদেশ (গোল্ড), ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস (সিলভার), স্কয়ার ফার্মাসিউটিক্যালস (ব্রোঞ্জ)
বস্ত্র ও তৈরি পোশাক:
-
প্যারামাউন্ট টেক্সটাইল (গোল্ড), মতিন স্পিনিং মিলস ও তসরিফা ইন্ডাস্ট্রিজ (সিলভার), এনভয় টেক্সটাইল (ব্রোঞ্জ)
অন্যান্য ক্যাটেগরি:
- খাদ্য ও আনুষঙ্গিক: ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড (গোল্ড), অলিম্পিক ইন্ডাস্ট্রিজ (সিলভার), এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) ও গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ (ব্রোঞ্জ)
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: এডিএন টেলিকম (গোল্ড), আমরা নেটওয়ার্কস (সিলভার), ড্যাফোডিল কম্পিউটারস (ব্রোঞ্জ)
- প্রকৌশল কোম্পানি: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ (গোল্ড), বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস ও বিএসআরএম স্টিলস (সিলভার), রংপুর ফাউন্ড্রি লিমিটেড (ব্রোঞ্জ)
- ম্যানুফ্যাকচারিং: লাফার্জহোলসিম বাংলাদেশ (গোল্ড), হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ (সিলভার), ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ (ব্রোঞ্জ)
- জ্বালানি তোল ও বিদ্যুৎ: লিনডে বাংলাদেশ (গোল্ড), ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ও ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস (ব্রোঞ্জ)
- সার্ভিসেস কোম্পানি: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস (গোল্ড), ইস্টার্ন হাউজিং (সিলভার)
- টেলিকম কোম্পানি: গ্রামীণফোন (গোল্ড), রবি আজিয়াটা (সিলভার), বাংলাদেশ সাবমেরিন কেবলস (ব্রোঞ্জ)

