স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ তাদের নতুন হেড অব লিগ্যাল হিসেবে মোরশেদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। এই পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যাংকের কান্ট্রি ম্যানেজমেন্ট টিমের সদস্য হিসেবেও কাজ করবেন।
মোরশেদ ২০১৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডে লিগ্যাল কাউন্সেল হিসেবে যোগ দেন এবং সম্প্রতি কর্পোরেট এন্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের হেড অব লিগ্যাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এবং ওয়ারিড টেলিকম ইন্টারন্যাশনাল এলএলসিতে কাজ করেছেন।
ব্যক্তিগত জীবনে মোরশেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে নিয়োজিত আছেন এবং তিনি সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে একজন সিভিল জজ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মোরশেদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অফ ল’স (এলএলএম) ডিগ্রি এবং চার্টার্ড ইনস্টিটিউট অব সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট (CISI) থেকে ইসলামিক ফাইনান্স লেভেল-৩ কোয়ালিফিকেশন অর্জন করেছেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, মোরশেদের দক্ষতা নিয়ে আশাবাদী এবং তিনি আরো বলেন- “আমরা আনন্দের সাথে মোরশেদকে আমাদের নতুন হেড অব লিগ্যাল হিসেবে ঘোষণা করছি। তার ব্যাপক শিল্প-জ্ঞান এবং নেতৃত্বের দক্ষতা আমাদের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”