স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বন্ধ করার অধ্যাদেশ জারি হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গতকাল সোমবার অধ্যাদেশে স্বাক্ষর করেন। একই দিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এটি প্রকাশ করা হয়। বিষয়টি আজ মঙ্গলবার (১৯ আগস্ট) নিশ্চিত হয়েছে।
এর আগে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠকের পর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘স্থানীয় সরকারের নির্বাচনে প্রতীক নিয়ে নির্বাচন করা হবে না। দলীয় প্রতীক না রাখার কারণে প্রভাব কমানো যাবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এটি চলমান সংস্কার কর্মসূচির অংশ। নির্বাচনের বিষয়টি জাতীয় ঐকমত্যের সঙ্গে যুক্ত। রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হতে পারে।’

