রাজধানীর সোনারগাঁও সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। একই সঙ্গে পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার নির্দেশও জারি করা হয়েছে।
আজ বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। এর আগে পরিবেশ কর্মী আমিরুল রাজিব, অধ্যাপক আনু মোহাম্মদ এবং অধ্যাপক গীতিআরা নাসরিনসহ নয়জন নাগরিক হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে তারা পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল এলাকায় এক্সপ্রেসওয়ে নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
রিটে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়। রিটকারীরা উল্লেখ করেন, পার্ক এবং হাতিরঝিল এলাকায় নির্মাণ কাজ হলে পরিবেশের ক্ষতি হবে। এছাড়া, জনসাধারণের জন্য উন্মুক্ত এই স্থানগুলো সীমিত হয়ে যাবে। আদালত বিষয়গুলো খতিয়ে দেখে তাৎক্ষণিক স্থগিতাদেশ জারি করেন। হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, পার্ক এবং হাতিরঝিল এলাকাটি সাধারণ মানুষ আগের মতো ব্যবহার করতে পারবে।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, নগর এলাকায় হরিতাল এবং জলাশয়ের সংরক্ষণ গুরুত্বপূর্ণ। পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল না শুধুমাত্র মানুষের অবকাশের জায়গা, বরং শহরের পরিবেশ ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাগরিকরা আশা করছেন, এই রায়ের মাধ্যমে পার্কগুলো নিরাপদ ও জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে নির্মাণকাজ ও নগর উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ সংরক্ষণের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।