সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে দুই দিনে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গত বৃহস্পতিবার ও শুক্রবার তামাবিল, পান্থুমাই, সংগ্রাম বাংলাবাজার ও মিনাটিলায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। এছাড়া জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় মেজিস্ট্রেটের উপস্থিতিতে একটি অভিযান পরিচালনা করা হয়।
পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ক্লপ জি ক্রিম, হোয়াইটটোন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, স্কিন সাইন ক্রিম, মোস্তাক ফেসওয়াশ, নাসির উদ্দিন বিড়ি, কিটক্যাট, জিরা, বিস্কুট, ফুচকা এবং চিনি উদ্ধার করা হয়েছে। এছাড়া বাংলাদেশে পাচারকালে শিং মাছও জব্দ করা হয়। অভিযানে একটি ট্রাক ও বালু পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পারও আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দুই দিনে ৩ কোটি ২৭ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে। এর ফলে গত এক সপ্তাহে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে প্রায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে।
এদিকে শুক্রবার মহানগর গোয়েন্দা পুলিশ এয়ারপোর্ট থানার বড়শলা বাইপাস মোড়ে চেকপোস্ট পরিচালনার সময় পাথর বোঝাই একটি ট্রাক থেকে ১৯৭ বোতল ফেনমিডিলসহ দুই জনকে আটক করেছে। তারা হলেন – মেহেরপুর সদরের সুবিদপুর খানপাড়ার সানোয়ার খানের ছেলে ট্রাকচালক শুভ খান এবং সিলেটের কোম্পানীগঞ্জের উত্তর কলাবাড়ির কলিম উল্লাহর ছেলে ট্রাকের হেলপার জামিল আহম্মদ।