হাইকোর্ট বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে শুধুমাত্র সরকারি কর্মকর্তা (নবম গ্রেড বা তার উচ্চতর) অথবা অবসরপ্রাপ্ত কর্মকর্তা (পঞ্চম গ্রেড বা তার উচ্চতর) মনোনয়নের বিধান স্থগিত করেছেন।
একই সঙ্গে আদালত জানতে চেয়েছেন, কেন এই বিধানকে অসাংবিধানিক বা বেআইনি ঘোষণা করা হবে না। এই কারণে রুল জারি করা হয়েছে। বৃহৎ অর্থাৎ স্কুল-কলেজ পরিচালনার ক্ষেত্রে সভাপতি মনোনয়নের এই বিধানকে কেন্দ্র করে মামলা হয়েছে। আবেদনকারীরা আদালতে দাবি করেছেন, নির্দিষ্ট গ্রেডের সরকারি কর্মকর্তাদের সীমাবদ্ধ করা আইনত ও সংবিধানগতভাবে যুক্তিসঙ্গত নয়। তারা বলেছেন, এতে স্বাধীন স্কুল পরিচালনার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে।
বেঞ্চটি এই রুল জারি করেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান। রুলটি আজ (বুধবার) হাইকোর্টে কার্যকর হয়েছে। আদালত আগামী শুনানিতে এই বিষয়ের ওপর বিস্তারিত বিবেচনা করবে এবং ভবিষ্যতের সিদ্ধান্ত জানাবে। এই স্থগিতাদেশের ফলে প্রজ্ঞাপনের কার্যকারিতা আপাতত বন্ধ থাকছে অর্থাৎ, এখন থেকে আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, ওই গ্রেডের শর্ত অনুযায়ী সভাপতি মনোনয়ন বাধ্যতামূলক নয়।

