দুর্নীতির অভিযোগে রূপালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবের মধ্যে মোট ৬৪ লাখ ২১ হাজার ৫৩৫ টাকা রয়েছে।
আজ (বৃহস্পতিবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক হাফিজুল ইসলাম এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক ও আমানতকারীদের অর্থ তছরূপ করার অভিযোগ রয়েছে। এছাড়া তার ও পরিবারের সদস্যদের নামে পরিচালিত ব্যাংক হিসাবেও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগ অনুসন্ধান করতে বিএফআইইউ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হচ্ছে।
আবেদনে আরও বলা হয়েছে, সাবেক এমডি হিসেবে ওবায়েদ উল্লাহ আল মাসুদ ব্যাংকের ঋণ অনুমোদন করিয়ে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন, বিশেষ করে পুত্রের বিদেশি শিক্ষার খরচে। তার ও স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবগুলোতে তৃতীয় পক্ষের কাছ থেকে নগদ অর্থ জমা, ক্লিয়ারিংয়ের মাধ্যমে অজানা উৎস থেকে অর্থ গ্রহণ এবং ব্যবসায়িক কার্যক্রমহীন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অর্থ স্থানান্তর হয়েছে। এই কর্মকাণ্ড অর্থ পাচার ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে আদালত ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ একান্ত প্রয়োজন মনে করেছে।