আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক বৈঠকে দুইটি আইন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে এবং তিনটি আইন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ড. আসিফ নজরুল জানান, শ্রম আইন সংশোধনী এবং নির্বাচন সম্পর্কিত আরপিও আইন চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এর ফলে শ্রমিকদের অধিকার ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা আরও সুদৃঢ় হবে।
তিনি আরো জানান, দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় আইন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এর অর্থ এই আইনগুলো প্রথম পর্যায়ে অনুমোদন পেয়েছে, এখন এগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য আরও প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ড. আসিফ নজরুল বলেন, “উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত দেশের প্রশাসন ও সামাজিক ব্যবস্থাকে শক্তিশালী করবে। শ্রমিকদের অধিকার রক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনাই আমাদের মূল লক্ষ্য।” ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, এই আইনগুলো বাস্তবায়ন হলে জনগণের জন্য সেবা প্রদান আরও কার্যকর হবে।

