জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা ভুয়া মামলায় প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ চূড়ান্ত প্রতিবেদন আপিল বিভাগের কাছে দাখিল করেছে। আজ সোমবার রাষ্ট্রপক্ষ আদালতে এই প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই আরও ১০৯ জনকে অব্যাহতির সুপারিশ সহ অন্তর্বর্তীকালীন প্রতিবেদনও আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে হবিগঞ্জ, জয়পুরহাট, মানিকগঞ্জ ও গাজীপুরে একজন করে, খুলনায় দুইজন, সিলেটে ৩৯ জন, ঢাকা মহানগরে (ডিএমপি) ১২ জন, ঢাকা জেলায় ২৫ জন এবং কুড়িগ্রামে ১৮ জন রয়েছেন।
এর পাশাপাশি ২৫১ জনের অব্যাহতির প্রক্রিয়া বর্তমানে চলমান। এদের মধ্যে ঢাকা জেলায় ৮৭ জন, ঢাকা মহানগরে ১১৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, চট্টগ্রাম ও মানিকগঞ্জে দুইজন করে, কক্সবাজারে পাঁচজন, ঠাকুরগাঁওয়ে তিনজন এবং কিশোরগঞ্জে একজনের অব্যাহতি প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাগুলোর মধ্যে অধিকাংশ অভিযোগ প্রমাণহীন ও ভিত্তিহীন হওয়ায় আদালত অব্যাহতি প্রদানের সুপারিশ করেছে। বিচার বিভাগের তথ্য অনুযায়ী, এ ধরনের অব্যাহতি দেয়ার মাধ্যমে ন্যায়প্রক্রিয়া আরও দ্রুত এবং স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় বিভিন্ন জায়গায় পুলিশের পদক্ষেপ ও আন্দোলনকারীদের কর্মকাণ্ড নিয়ে কিছু মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলায় প্রমাণ না পাওয়ায় অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

