অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন–এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী হোসাইন। মহাসচিব হয়েছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনলাইন ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া সরাসরি দেখানো হয়। উৎসবমুখর পরিবেশে বিকেল ৩টা থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত ভোট চলে। ৬৪ জেলার ২ হাজার ১৩৮ বিচারক এই নির্বাচনের ভোটার ছিলেন। এর মধ্যে ১ হাজার ৮৯০ জন ভোট দেন, যা মোট ভোটারের ৮৮ শতাংশ।
নির্বাচনে সভাপতি হিসেবে ১ হাজার ৩ ভোট পেয়ে নির্বাচিত হন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন। আর ১ হাজার ২৩৮ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। এ ছাড়া ১৬টি পদে মোট ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত মহাসচিব মোস্তাফিজুর রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব দেওয়ায় তিনি দেশের সব বিচারকের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, বিচার বিভাগকে আধুনিক ও সময়োপযোগী করে ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী শতভাগ জুডিশিয়াল অ্যালাউন্স বাস্তবায়ন, ই-জুডিশিয়ারি প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়া, স্ট্যাটাস মামলা শুনানির ব্যবস্থা, মোবাইল কোর্ট জুডিশিয়ারির অধীনে আনা, সব পর্যায়ের বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করা, ‘ওয়ান জজ ওয়ান কার’ দাবি বাস্তবায়ন এবং আবাসন প্রকল্প দ্রুত হস্তান্তরের বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি নবীন বিচারকদের বিদেশে প্রশিক্ষণ, প্রতিটি আদালতে আলাদা বাজেট বরাদ্দ এবং বর্তমান কমিটির অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাও অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের সব অধস্তন আদালতের বিচারকদের কর্মপরিবেশ উন্নয়ন এবং বিচারকদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় অ্যাসোসিয়েশন কার্যকর ভূমিকা রাখবে।

