বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)। দিবসটি উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। থাকবেন অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই দিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথমবার উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর। সে ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতিবছর ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময় থেকে নিয়মিতভাবে সুপ্রিম কোর্টে দিবসটি পালিত হয়ে আসছে।

