ঢাকার নবাবগঞ্জে একই মাদ্রাসার পাঁচ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ মো. ওয়াসিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক অভিভাবক। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ভুক্তভোগী এক শিশুর মা নবাবগঞ্জ থানায় গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, অধ্যক্ষ মো. ওয়াসিম মাঝে মাঝে শিশুশিক্ষার্থীদের শয়নকক্ষে ডেকে ধর্ষণ করতেন। ১৫ অক্টোবর ভুক্তভোগী শিশুটি মাদ্রাসায় যেতে অনিচ্ছুক থাকায় তার মা বারবার জানতে চাইলে, শিশুটি কাঁদতে কাঁদতে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়।
পরে একই এলাকার আরো চার শিশুর কাছ থেকে একই ধরনের অভিযোগ পাওয়া যায়। ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ প্রকাশের পর ২০ অক্টোবর রাতে শিক্ষক পলাতক হন।
ঘটনার পর মাদ্রাসাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান পাশের এক বাসিন্দা।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানিয়েছেন, এক শিশুর মায়ের এজাহারের ভিত্তিতে শুক্রবার রাতেই মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে কাজ করছে। একই প্রতিষ্ঠানের একাধিক অভিযোগ থাকায় পৃথক মামলা গ্রহণ করা হয়নি।

