রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি যমুনা অয়েলে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন মো. মাসুদুল ইসলাম নামের একজন কর্মকর্তা। সম্প্রতি তাকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগেই তিনি মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও বিপণন) এবং কোম্পানি সচিবের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিটুমিন বরাদ্দ কমিটি ও চেম্বার বরাদ্দ কমিটির আহ্বায়কের দায়িত্বও তাঁর হাতে। যমুনা অয়েলের সবচেয়ে প্রভাবশালী এসব দায়িত্ব একসঙ্গে একজন কর্মকর্তার হাতে থাকা নিয়ে সংস্থার ভেতরে ও বাইরে প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সামনে বিটুমিনের ভরা মৌসুম। আর এ কারণেই বিটুমিন সংক্রান্ত দায়িত্ব নিজের কাছে রেখেছেন মাসুদুল ইসলাম। তবে এ বিষয়ে তাঁর মন্তব্য জানতে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপেও অনিয়ম ও দায়িত্বজটিলতা নিয়ে প্রশ্ন পাঠানো হয়, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি।
সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লার সরকারি ডিপো থেকে প্রায় পৌনে চার লাখ লিটার ডিজেল গায়েবের ঘটনা প্রকাশ্যে আসে। ডিপোর ২২ ও ২৩ নম্বর ট্যাংকের রি-ক্যালিব্রেশনে এ চুরির তথ্য ধরা পড়ে। দীর্ঘদিন ধরে ট্যাংকের ক্যালিব্রেশন শিটে কারচুপির মাধ্যমে ডিজেল কম দেখানো হতো এবং সেই সুযোগে লুট চলত বছরের পর বছর। বিষয়টি সামনে আসার পর গত ২৮ সেপ্টেম্বর যমুনা অয়েল ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করে। তাদের প্রতিবেদনে উঠে আসে—ট্যাংকের ধারণক্ষমতা ইচ্ছাকৃতভাবে কম দেখিয়ে লাখ লাখ লিটার জ্বালানি তেল আত্মসাৎ করা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রামে যমুনা অয়েল কোম্পানির সিবিএ সভাপতি মো. আবুল হোসেনকে ২০ জুলাই ইপিজেড থানা এলাকার সিমেন্ট ক্রসিং থেকে গ্রেপ্তার করা হয়। ভাঙচুরের এক মামলায় তিনি এখনো কারাগারে। অথচ তিনি কারাগারে থাকার পরও ৯ আগস্ট পর্যন্ত টানা ২০ দিন অফিসে হাজির দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কারাগারে গেলে তাকে সাময়িক বরখাস্ত হওয়ার কথা, কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।
সুজনের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, “এক কর্মকর্তা যখন এতগুলো দায়িত্বে থাকেন, তখন সেখানে অনিয়ম হওয়াটা স্বাভাবিক।”
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা জানান, যমুনা অয়েলের সচিব মাসুদুল ইসলামকে এমডির রুটিন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

