গতকাল (১৩ জানুয়ারি) বাংলাদেশে জোরপূর্বক গুম বিষয়ক তদন্ত কমিশন চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটির শিরোনাম: ‘আনফোল্ডিং দ্য ট্রুথ: আ স্ট্রাকচারাল ডায়াগনোসিস অব এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ’।
প্রতিবেদন থেকে উঠে এসেছে, গত ১৫ বছরে জোরপূর্বক গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি ছিল পরিকল্পিত, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিকভাবে পরিচালিত একটি অপরাধ।
চূড়ান্ত প্রতিবেদনে ওই সময়ের জোরপূর্বক গুমের নির্মম বাস্তবতা এবং এসব ঘটনার কাঠামোবদ্ধ ও সংগঠিত প্রকৃতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। কমিশন জানিয়েছে, এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে অনুসন্ধানের ফলাফল জনসমক্ষে আনা হলো। প্রতিবেদনটি এখন জোরপূর্বক গুম সংক্রান্ত তদন্ত কমিশনের আনুষ্ঠানিক ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

প্রতিবেদন ডাউনলোডের লিংক:
https://coied.portal.gov.bd/pages/publications/final-report-69662bc77746…

