গাইবান্ধা ও কুড়িগ্রামের সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মিত সেতুর কাজ শেষ হয়েছে। আগামীকাল বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় সেতুটি উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উদ্বোধনের পর যানবাহন ও সাধারণ মানুষের জন্য সেতুটি উন্মুক্ত করা হবে।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ জুলাই তিস্তা সেতু পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আবদুর রশীদ মিয়া এবং যুগ্মসচিব মো. সামছুল ইসলাম। সেতুটি চালুর তারিখ কয়েকবার পরিবর্তন করা হয়। প্রথমে ২ আগস্ট ও পরে ২৫ আগস্ট খোলার কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় ২০ আগস্ট উদ্বোধনের।
উজ্জ্বল চৌধুরী বলেন, দেশে এলজিইডির সবচেয়ে বড় প্রকল্প এটি। সেতু চালুর পর কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব দুই থেকে আড়াই ঘণ্টা কমে আসবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, নতুন শিল্পকারখানা গড়ে উঠবে, বাড়বে কর্মসংস্থান। তিস্তা সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরঘাট এলাকায় নির্মিত হয়েছে। জেলা শহর থেকে এটি প্রায় ২৯ কিলোমিটার দূরে। অপর প্রান্তে রয়েছে কুড়িগ্রামের চিলমারী ঘাট।
জেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ নভেম্বর প্রকল্পটির দরপত্র আহ্বান করা হয়। সেতুটির দৈর্ঘ্য এক হাজার ৪৯০ মিটার। নির্মাণ ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেড নামের একটি চীনা প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করে।

