অর্থনীতির গতি টানা চার মাস ধরে ওঠানামার মধ্যে রয়েছে। এক মাসে গতি বাড়ছে, পরের মাসেই আবার কমে যাচ্ছে। জুলাইয়ে অর্থনীতি কিছুটা গতি পেয়েছিল, তবে আগস্টে আবার কমেছে। যদিও সামগ্রিকভাবে অর্থনীতি এখনো সম্প্রসারণ ধারায় রয়েছে।
পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে সূচক ছিল ৬৫ দশমিক ৭ পয়েন্ট। পরের তিন মাস ধরে কমার পর মে মাসে তা বেড়ে দাঁড়ায় ৫৮ দশমিক ৯-এ। জুনে আবার কমলেও জুলাইয়ে সূচক বেড়ে হয় ৬১ দশমিক ৫। সর্বশেষ আগস্টে তা আবার ৩ দশমিক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩-এ। পিএমআই কমার মূল কারণ কৃষি ও নির্মাণ খাত। উভয় খাতই আগস্টে সংকোচনে চলে গেছে। উৎপাদন ও সেবা খাত সম্প্রসারণে থাকলেও তাদের গতিও কমেছে।
কৃষি, নির্মাণ, উৎপাদন ও সেবা—অর্থনীতির এই চার প্রধান খাতের ৪০০টি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে পিএমআই প্রকাশ করা হয়। এতে কাঁচামাল ক্রয়, নতুন ক্রয়াদেশ, কর্মসংস্থানসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। সূচকটি শূন্য থেকে ১০০ স্কেলে মাপা হয়। মান ৫০-এর ওপরে হলে সম্প্রসারণ, ৫০-এর নিচে হলে সংকোচন এবং ৫০ হলে কোনো পরিবর্তন হয়নি বোঝায়।
ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ যৌথভাবে পিএমআই প্রণয়ন করছে। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) ও সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড মেটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম) এতে সহযোগিতা করছে। গতকাল রোববার আগস্টের সূচক প্রকাশ করা হয়। তথ্য অনুযায়ী, কৃষি খাত টানা ১০ মাস সম্প্রসারণে থাকার পর আগস্টে সংকোচনে গেছে। জুলাইয়ে সূচক ছিল ৫৩ দশমিক ৮, আগস্টে তা কমে দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৭-এ।
উৎপাদন খাত টানা ১২ মাস সম্প্রসারণে রয়েছে। তবে জুলাইয়ের ৬১ দশমিক ৯ থেকে আগস্টে সূচক কমে হয়েছে ৬০ দশমিক ৬। খাতে নতুন ক্রয়াদেশ, রপ্তানি, কাঁচামাল ক্রয় ও সরবরাহ সম্প্রসারণে থাকলেও কর্মসংস্থান সূচক টানা তিন মাস সংকোচনে রয়েছে। নির্মাণ খাত জুলাইয়ে সম্প্রসারণে ফিরলেও আগস্টে আবার সংকোচনে গেছে। ওই মাসে সূচক কমে দাঁড়িয়েছে ৪৯-এ, যা জুলাইয়ে ছিল ৫২ দশমিক ৫। নির্মাণে নতুন ব্যবসা, কার্যক্রম ও ইনপুট খরচের সূচক সম্প্রসারণে থাকলেও ক্রয়াদেশ ব্যাকলগ সংকুচিত হয়েছে। কর্মসংস্থান সূচক টানা চার মাস সংকোচনে আছে। সেবা খাত টানা ১১ মাস সম্প্রসারণে। তবে জুলাইয়ের ৬৪ দশমিক ৬ থেকে আগস্টে সূচক নেমেছে ৬১ দশমিক ৩-এ। খাতে নতুন ব্যবসা, কার্যক্রম ও ইনপুট খরচ সম্প্রসারণে থাকলেও প্রবৃদ্ধির গতি কমেছে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, টানা ১১ মাস ধরে অর্থনীতি সম্প্রসারিত হলেও গতিমন্দা আছে। দীর্ঘমেয়াদি মৌসুমি বৃষ্টির কারণে কৃষি ও নির্মাণ খাত সংকুচিত হয়েছে। উৎপাদন ও সেবা খাত সীমিত প্রবৃদ্ধি ধরে রেখেছে, তবে আগস্টে রপ্তানি আয়ে পতন হওয়ায় গতি কমেছে।