Group of Seven (G7) জি-৭ দেশের অর্থমন্ত্রীরা শুক্রবার ভিডিও কলে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং যেসব দেশ “রাশিয়ার যুদ্ধকে সহায়তা করছে” তাদের পণ্যের ওপর শুল্ক দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এ সময় যুক্তরাষ্ট্র তার মিত্রদের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বান জানিয়েছে।
কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বৈঠকের সভাপতিত্ব করেন। কানাডা বিবৃতিতে জানিয়েছে, বৈঠকের লক্ষ্য রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধে বাধ্য করা বন্ধ করতে চাপ সৃষ্টি করা।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাশিয়ার তহবিল থেকে জমা থাকা অর্থ ব্যবহার করে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করা হবে। এছাড়া রাশিয়ার যুদ্ধকে সহায়তা করা দেশগুলোর ওপর আরও নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেন, “রাশিয়ার তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপে আমাদের মিত্রদের যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করতে হবে। শুধু একসাথে চেষ্টা করলে আমরা পুতিনের যুদ্ধযন্ত্রের তহবিল কেটে যথেষ্ট চাপ দিতে পারব।”
বেসেন্ট এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বৈঠকে নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, রাশিয়ার স্থগিত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা করা গুরুত্বপূর্ণ।
এর আগে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি এক মুখপাত্র জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন মিত্রদের চীন ও ভারতের পণ্যের ওপর শুল্ক আরোপ করতে আহ্বান জানিয়েছেন। উদ্দেশ্য, এই দেশগুলোকে রাশিয়ার তেল ক্রয় বন্ধ করতে চাপ দেওয়া।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাত্কারে বলেছেন, তার ধৈর্য শেষের পথে, কিন্তু নতুন নিষেধাজ্ঞার হুমকি দেননি। তিনি বলেন, “আমাদের খুব শক্ত পদক্ষেপ নিতে হবে এবং ইউরোপীয় দেশগুলোরও অংশগ্রহণ জরুরি।”