দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন ‘বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার ২০২৪’ সম্মাননা অর্জন করেছে। পুরস্কারটি দিয়েছে বহুজাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।
এ নিয়ে দু’বার দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কারে ভূষিত হলো ওয়ালটন। এর আগে ২০১৪ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত শীর্ষ এই ইলেকট্রনিকস প্রতিষ্ঠানটি একই সম্মাননা পায়। সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ২৩তম আসরে ওয়ালটনকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মিয়ারুল হক ও দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, ‘ওয়ালটন ব্র্যান্ডের প্রতি অগণিত ক্রেতা, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থা, ভালোবাসা ও সমর্থনের ফলে আমরা অত্যন্ত মর্যাদাপূর্ণ এ সম্মাননা অর্জন করেছি। আমাদের লক্ষ্য, বৈশ্বিক বাজারে ওয়ালটনকে অন্যতম সেরা গ্লোবাল কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা। পাশাপাশি বাংলাদেশকে এআই ও আইওটি সমৃদ্ধ বিশ্বের সর্বাধুনিক, উদ্ভাবনী, টেকসই ও পরিবেশবান্ধব স্মার্ট প্রযুক্তিপণ্যের উৎপাদন হাবে পরিণত করা।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে ফ্রিজ, এসি ও অন্যান্য পণ্যে এআই ও আইওটি বেজড উদ্ভাবনী ফিচার সংযোজনের মাধ্যমে হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরেছে ওয়ালটন। “মেড ইন বাংলাদেশ” ট্যাগযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের স্মার্ট পণ্য বৈশ্বিক ক্রেতাদের আস্থা ও মন জয় করছে। ইতিমধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫০টিরও বেশি দেশে আমাদের ব্যবসা সম্প্রসারণ হয়েছে।’ ওয়ালটন আশা করছে, ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে তাদের অগ্রযাত্রা আরও দ্রুত হবে।
উল্লেখ্য, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবে ২০০০ সাল থেকে ডিএইচএল এক্সপ্রেস ও দ্য ডেইলি স্টার যৌথভাবে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এবারের ২৩তম আসরে ২০২৪ সালে অসামান্য অবদানের জন্য ওয়ালটনসহ পাঁচ ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। ওয়ালটন চলতি বছর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) ক্যাটাগরিতে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’
- ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’
- ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫’
- যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড প্লাটিনাম সনদ