সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির কার্যক্রম সমাপ্ত করেছে।
গত শনিবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ (পিইবি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে কমিটির সদস্য ফরিদ উদ্দিন অভিযোগ করেন, এনবিআরকে দুটি ভাগে ভাগ করার সুপারিশ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তার বক্তব্যের একদিন পরই সরকার এ সিদ্ধান্ত নেয়।
গতকাল রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বিভীষন কান্তি দাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে ‘রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫’ জারি করা হয়েছে। সেই কারণে ৯ অক্টোবর ২০২৪ সালে গঠিত জাতীয় রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হলো। সংশ্লিষ্টদের মতে, ফরিদ উদ্দিনের বক্তব্যের পরদিনই কমিটি বিলুপ্তির ঘোষণায় নতুন করে প্রশ্ন উঠেছে সরকারের সিদ্ধান্তকে ঘিরে।