মাসের শুরুতে কিছুটা স্বস্তি ফিরলেও সপ্তাহ পেরোতেই আবার লাফিয়ে বেড়েছে সবজির দাম। গত চার মাসের তুলনায় দাম কমার যে প্রবণতা দেখা গিয়েছিল, তা আর টিকে থাকল না। ঢাকার বাজারগুলোতে আজ শুক্রবার ঘুরে দেখা গেছে—প্রায় সব ধরনের সবজিই আগের সপ্তাহের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের দাবি, বৃহস্পতিবারের রাজনৈতিক কর্মসূচির কারণে ঢাকায় সবজি আনার ট্রাক কম এসেছে। সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বাড়ে, আর তার প্রভাব পড়ে খুচরা বাজারে।
আজকের বাজারে পটল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৬০ টাকা। শিম ১২০ টাকা, বেগুন ১০০, ঝিঙ্গা-চিচিঙ্গা-ফুল পেঁয়াজ ৮০ টাকা, বরবটি ১২০, করলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
শসা ৮০ টাকা, কচু ৬০, আলু ৩০, ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। লাউ ৭০–৮০ টাকা, কাঁচা টমেটো ১০০, কাঁচা মরিচ ১৬০, পেঁপে ৩০, ঢেঁড়স ৮০, মূলা ৬০, আর লাল টমেটো ও গাজর ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাড্ডা বাজারে কেনাকাটা করতে আসা চাকরিজীবী আব্দুল আলিম বলেন, “গত সপ্তাহে যে সবজিটা ৬০–৭০ টাকায় কিনেছি, আজ সেটাই ২০–৩০ টাকা বেশি। শীতের শুরুতে সাধারণত দাম কমে, কিন্তু এখন উল্টো চিত্র।”
গুলশান-বাড্ডা লিংক রোডের বিক্রেতা এরশাদ আলীও একই কথা বলেন। “আজ কারওয়ান বাজারে গিয়ে দেখি দাম সব কিছুরই বাড়তি। তার ওপর ট্রাকও কম এসেছে, তাই খুচরা বাজারে দাম আরও বেড়েছে।”
কাওরান বাজারের সবজি ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, “রাজনৈতিক কর্মসূচির কারণে গতকাল খুব কম ট্রাক ঢুকেছে। সরবরাহ কমলে দাম তো বাড়বেই। শীতের শুরুতে আসলে এমন দাম হওয়া কথা না।”
সব মিলিয়ে রাজধানীর সবজি বাজারে আবারও চাপ তৈরি হয়েছে সাধারণ ক্রেতাদের ওপর। দাম এখনই না থামলে শীতকালেও সাশ্রয়ী দামে সবজি কেনা কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন অনেকেই।

