ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এর স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রেনারশিপ (এসবিই) আয়োজনে ঢাকার ওয়েস্টিন হোটেলে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট (আইসিইবিটিএম) ২০২৫’ সম্পন্ন হয়েছে। গতকাল সম্মেলনের দ্বিতীয় দিন সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলন সমাপ্তি পেয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ. হোসেইন, উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, এসবিই’র ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ, সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. মামুন হাবিব এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ কে এম শাহনেওয়াজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি ওয়াজিদ আলী খান পন্নী, ট্রাস্টি হুসনে আরা আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সমাপনীতে সম্মেলনের সেরা ছয়টি গবেষণাপত্রকে পুরস্কৃত করা হয়।
সম্মেলনের দ্বিতীয় দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ মালয়ার অধ্যাপক ড. রাজাহ রাসিয়াহ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. আহমাদ আহসান। সেশন চেয়ার হিসেবে অংশ নেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং যুক্তরাজ্যের লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি ও সিআইটিএলের ড. বেন বাভেফপেফে।
শিল্পখাতের নেতাদের সঙ্গে ‘ইন্ডাস্ট্রি টক’ এবং ‘অ্যাকাডেমিয়া–ইন্ডাস্ট্রি ডিসকাশন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষাখাতের প্রতিনিধি হিসেবে অংশ নেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমএম নূরুল আবসার, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করিম, আইইউবির অধ্যাপক ড. নজরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুলের অধ্যাপক ড. জনাথন লিউ, যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডেরেক ওয়েস্টফল, যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. মো. সরদার, মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির অধ্যাপক ড. আকতার হোসেন, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ নটিংহামের অধ্যাপক ড. মানিয়াম কালিয়ানান, অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির অধ্যাপক ড. রুহুল এ সেলিম এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মেরিটাইম একাডেমির ড. ফেরদৌস সালেহীন।
শিল্পখাতের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নেন রহিম আফরোজ গ্রুপের ডিরেক্টর নিয়াজ রহিম, আব্দুল মোনেম গ্রুপের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইনউদ্দিন মোনেম, এসিআই-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এমেকা হেনরি ইগসন (কানাডা), এনার্জিপ্যাকের রেজওয়ানুল কবীর, বিএএফএফএ’র কবীর আহমেদ, এবং আব্দুল মোনেম ইকোনমিক জোনের পরিচালক এ. গফুর।
সম্মেলনের দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ৩টি প্যারালেল সেশন। এতে দেশ–বিদেশের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা ১০৬টি গবেষণাপত্র এবং ১২টি পোস্টার উপস্থাপন করেন। এছাড়া ‘মিট দ্য জার্নাল এডিটর্স’ শীর্ষক একটি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে প্রবন্ধ রচয়িতারা সম্মেলন-পরবর্তী প্রকাশিতব্য জার্নালের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন। এবারের আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ১২টিরও বেশি দেশ থেকে প্রায় ৩০০ শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশ নেন।

