আগামী ১০ ডিসেম্বর দেশে পালিত হবে ভ্যাট দিবস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ উপলক্ষে ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপন করবে।
এ লক্ষ্যে গত নভেম্বর মাসে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উদযাপনসহ নতুন ভ্যাট নিবন্ধন বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়াতে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করা হবে অনাড়ম্বর এবং সরকারি খরচ সীমিত রাখার নীতির সঙ্গে। সব ভ্যাট কমিশনারেট, বিভাগ ও সার্কেলে সেবা কেন্দ্র, বুথ ও ডেস্কের মাধ্যমে শপিংমল, বাজারের অনিবন্ধিত প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক নিবন্ধন দেওয়া হবে। এছাড়া ভ্যাট সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি খরচ কৃচ্ছ্রসাধনের নীতি অনুসরণ করে এবারের আয়োজন সীমিত আকারে হবে। ঢাকার গুরুত্বপূর্ণ ও জনসমাগমস্থলে যেমন সড়ক, সড়কদ্বীপ, ফ্লাইওভার ও ওভারব্রিজে ব্যানার, রোল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে সজ্জিত করে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের ব্যাপক প্রচারণা চালানো হবে।
গত বছরের মতো এবারও সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে সম্মাননা দেওয়া হবে না। সাধারণত, শীর্ষ ৯ প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ে ১৩৮ প্রতিষ্ঠানকে সম্মানিত করা হতো। তবে ক্ষমতার পরিবর্তনের পর এনবিআর এই আয়োজন থেকে সরে এসেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেরা প্রতিষ্ঠান নির্বাচনের পদ্ধতিতে সংশোধন আনা হবে।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে ৯ সদস্যের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বাকি সদস্যরা হলেন—কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য; কাস্টমস রপ্তানি, বন্ড ও আইটি; কর নীতি; কাস্টমস নীতি ও আইসিটি; মূসক বাস্তবায়ন, আইটি শুল্ক ও ভ্যাট প্রশাসন; মূসক নীতি; মূসক নিরীক্ষা ও গোয়েন্দা দপ্তরের কর্মকর্তারা।
সম্প্রতি উদযাপন উপ-কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার কার্যবিবরণী অনুযায়ী, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারও সর্বোচ্চ মূসক পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে না।
২০০৫ সাল থেকে সর্বোচ্চ ভ্যাটদাতাদের জন্য পুরস্কার ও সম্মাননা নীতিমালা চালু রয়েছে। পরবর্তী বছরগুলোতে নিয়মিত সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দেওয়া হলেও এবছর রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় তা প্রদান সম্ভব হচ্ছে না। এক কর্মকর্তা, নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, “আমরা এ বছর অনাড়ম্বর আয়োজন করতে চাইছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারও ভ্যাট সম্মাননা দেওয়া হচ্ছে না।”

