সিএমএসএমই খাতে জামানত ও সম্পদের অভাব একটি বড় বাধা। এই শিল্পগুলোর জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় গ্যারান্টি বা নিজস্ব সম্পদের অভাব অনেককে পিছিয়ে রাখছে। এছাড়া বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও সীমিত।
কুটির, ক্ষুদ্র, অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে বর্তমানে ঋণ ঘাটতি প্রায় ২৮০ কোটি ডলার। নারী মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোর ৬৫ শতাংশ এখনও অপ্রাতিষ্ঠানিক অর্থায়নের ওপর নির্ভরশীল। পর্যাপ্ত তহবিলের অভাব, অনলাইনে উপস্থিতি তৈরি করার সীমিত সুযোগ, প্রযুক্তিগত ও অর্থ সংক্রান্ত জ্ঞানের ঘাটতি—সব মিলিয়ে এগুলো শিল্পগুলোর অগ্রযাত্রায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
গতকাল সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার দ্বিতীয় দিনে আয়োজিত ‘স্বয়ংক্রিয় উদ্ভাবনের মাধ্যমে সিএমএসএমই-এর অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের সভাপতি মো. মুসফিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহ জিয়াউল হক। তিনি বলেন, সিএমএসএমই খাতে জামানত ও সম্পদের অভাব এবং বৃহত্তর বাজারে সংযুক্ত হওয়ার সীমিত সুযোগ শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত করছে।

