দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও সামান্য উত্থান দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের দেয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, ১০ ডিসেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলার বা ৩১৮৯০ দশমিক ০৭ মিলিয়ন ডলার।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল—আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ (BPM-6) মানদণ্ডে দেশের হিসাবযোগ্য রিজার্ভ এখন ২৭২২৪ দশমিক ৪২ মিলিয়ন ডলার। অর্থাৎ প্রচলিত গ্রস রিজার্ভের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।
এর ঠিক দশ দিন আগে, ১ ডিসেম্বর, দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১২০৫ দশমিক ৬৪ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী হিসাবযোগ্য রিজার্ভ ছিল ২৬৫১০ দশমিক ৬৪ মিলিয়ন ডলার। তুলনামূলক হিসেবে দেখা যাচ্ছে—ডিসেম্বরে রিজার্ভে সামান্য হলেও ইতিবাচক পরিবর্তন এসেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয় বিপিএম-৬ পদ্ধতিতে। এই হিসাবে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় ও অন্যান্য বাধ্যবাধকতা বাদ দিয়ে প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ণয় করা হয়।
সমগ্র বিবেচনায়, রিজার্ভের চাপ কমে না এলেও ডিসেম্বরে এই বৃদ্ধি দেশের সামষ্টিক অর্থনীতির জন্য সামান্য স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।

