জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের আর্থিক চাপ বিবেচনা করে বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল ও বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে ১৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৯ অক্টোবর উপাচার্য এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
যেহেতু অনেক শিক্ষার্থী ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন, তাই ফি ছাড় সিদ্ধান্ত অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং পরবর্তী পরীক্ষাগুলির জন্য কার্যকর হবে।

