রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গত ১৫ সেপ্টেম্বর পরীক্ষার হলে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার কারণে দশম শ্রেণির শিক্ষার্থী সোয়াইব হোসেন মৃধাকে ছাড়পত্র না দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে বলা হয়েছে, নির্বাচনি ও আসন্ন এসএসসি-২০২৬ পরীক্ষায় শিক্ষার্থীকে অংশগ্রহণের অনুমতি দিতে।
মাউশির শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক-১ মো: নাজিম উদ্দীন গত ২৭ অক্টোবর স্বাক্ষরিত চিঠিতে জানান, শিক্ষার্থীর মানসিক অসুস্থতা বিবেচনায় মানবিক দিক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে স্কুল কর্তৃপক্ষ এখনও নির্দেশনা মানতে চাচ্ছে না। ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তার জানিয়েছেন, শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাক্ষর সংগ্রহ করে মাউশিকে জানিয়েছে, শিক্ষার্থীকে স্কুলে ফেরানো যাবে না এবং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না।
মাউশির চিঠিতে বলা হয়, আইডিয়াল স্কুলে পরীক্ষার হলে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে ঘটেছে অনাকাঙ্খিত ঘটনা। স্কুল কর্তৃপক্ষকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিবেদন পাঠাতে বলা হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, মানবিক দিক বিবেচনায় শিক্ষার্থীকে ছাত্রপত্র না দিয়ে, পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করতে মাউশি নির্দেশ দিয়েছে।
সূত্র জানায়, ঘটনার দিন শিক্ষার্থী বোতল ছুঁড়ে মারায় গণিত বিভাগের শিক্ষক মো. শুকুর আলম আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ মৌখিকভাবে তাকে বিদ্যালয়ে আসতে নিষেধ করে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীর পিতা মঞ্জুরুল হক মৃধা মাউশির হস্তক্ষেপ চেয়েছেন।
তবে মাউশির নির্দেশনার এক সপ্তাহ পার হলেও, এখনো কোনো পদক্ষেপ হয়নি। মঞ্জুরুল হক মৃধা জানান, সন্তানের শিক্ষার সুযোগ নষ্ট হওয়ায় তিনি উদ্বিগ্ন।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, শিক্ষার্থীর আচরণে দুঃখ প্রকাশ করেছেন। তবে মানসিক অসুস্থতার কারণে তাকে শাস্তি দেওয়া সম্ভব নয়। তাই মাউশির নির্দেশনাই যথাযথ সমাধান হিসেবে দেখা হচ্ছে।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লায়লা আক্তার বলেন, শিক্ষার্থী দীর্ঘদিন ধরে পরীক্ষার হলে সমস্যা তৈরি করত। এর ধারাবাহিকতায় শিক্ষক আহত হন। তাই শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে গ্রহণ করতে চাচ্ছে না।

