বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়া ডুপ্লিকেট বা একাধিক ভর্তি শিক্ষার্থীদের ভর্তি বাতিলের নির্দেশ দিয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকাভুক্ত শিক্ষার্থীদের ১৯ থেকে ২৪ নভেম্বরের মধ্যে মূল রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র দেখিয়ে নির্ধারিত শাখায় ভর্তি বাতিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিপ্লোমা, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি) ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্সে ডুপ্লিকেট বা একাধিক ভর্তি থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি বাতিল না করলে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ই বাতিল ধরা হবে। একইসঙ্গে সময় শেষ হওয়ার পর আর ভর্তি বাতিলের কোনো সুযোগ থাকবে না।
শিক্ষার্থীদের মূল নম্বরপত্র প্রদর্শন করে সংশ্লিষ্ট শাখায় আবেদনপত্র জমা দিতে হবে। শিক্ষাক্রম অনুযায়ী আবেদনপত্র জমা দেয়ার রুম ও কর্মকর্তাদের তালিকাও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষার্থীদের ২ নম্বর ভবনের ৭০১ নম্বর রুমে যোগাযোগ করতে হবে।
- ডিপ্লোমা ইন টেক্সটাইল শিক্ষার্থীরা ৭০৪ নম্বর রুমে আবেদন জমা দেবে।
- ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ফিশারিজ, ফরেস্ট্রি ও লাইভস্টক শিক্ষার্থীরা ৭০৬ নম্বর রুমে আবেদন করবে।
- এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স শিক্ষার্থীরা ৬০৩ নম্বর রুমে আবেদন জমা দেবে।
শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে যে, নির্ধারিত সময়ের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

