অশ্লীল ও কুরুচিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম ও অ্যাপ নিষিদ্ধ করেছে। এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে প্রকাশ্যে সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
ভারত সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে কঙ্গনা বলেন, “আমাদের দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এ ধরনের পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল। আমি সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাই। অবৈধ কনটেন্ট ছড়ানো এই মাধ্যমগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়।”

উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত অ্যাপগুলোর বেশ কয়েকটিতে দীর্ঘদিন ধরে ‘সফট পর্ন’ ঘরানার কনটেন্ট ও অশালীন বিজ্ঞাপন প্রচারিত হয়ে আসছিল। ফলে একাধিকবার সমালোচনার মুখে পড়েছিল এসব প্ল্যাটফর্ম। সম্প্রতি সরকারের সরাসরি হস্তক্ষেপের ফলে সেগুলোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
নিষিদ্ধ হওয়া ওটিটি ও অ্যাপগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘মুডেক্স’, ‘হিটপ্রাইম’, ‘হলচল অ্যাপ’, ‘ট্রিফ্লিকস’ এবং ‘শো-এক্স’।