বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও ভক্তদের মন জয় করলেন। সম্প্রতি নেটফ্লিক্স আয়োজিত একটি অনুষ্ঠানে ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ প্রজেক্টের প্রচারে হাজির হন তিনি। মঞ্চে আরিয়ানকে উৎসাহিত করার পাশাপাশি নিজের জীবনের অভিজ্ঞতা ও রসিকতাও ভাগ করে নেন শাহরুখ।
অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “জাতীয় পুরস্কার নিতে আমার একটা হাতই যথেষ্ট।” কয়েকদিন আগে হাত ও কাঁধে গুরুতর চোট পাওয়ায় বড় একটি অপারেশন করতে হয়েছিল তাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরোপুরি সুস্থ হতে আরও এক থেকে দুই মাস সময় লাগবে। তবে শাহরুখের ভাষায়, “অধিকাংশ কাজ আমি এক হাত দিয়েই করি, শুধু একটি কাজের জন্য দুই হাত লাগে—সেটা হলো আপনাদের ভালোবাসা।”
শাহরুখের এই মন্তব্য ও রসবোধ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্তরা বলছেন, বয়স যতই হোক, বলিউড বাদশাহর স্টাইল ও ক্যারিশমা এখনও অটুট। অন্যদিকে সিরিজ প্রিভিউ দেখে আরিয়ানকে বাবার মতোই মনে করছেন অনেকেই। তবে শাহরুখ স্পষ্ট করে জানান, কাজটি সম্পূর্ণ আরিয়ানের পরিশ্রমের ফল।