ভারতীয় সিনেমার বক্স অফিসে চলছে দুই সুপারস্টারের লড়াই। রজনীকান্ত অভিনীত ‘কুলি’ এবং হৃতিক রোশান ও জুনিয়র এনটিআরকে নিয়ে নির্মিত ‘ওয়ার টু’ একই দিনে মুক্তি পেয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া রজনীকান্তের ‘কুলি’ দর্শকের কাছে বিশেষ প্রত্যাশা তৈরি করেছিল। লোকেশ কানাগরাজ পরিচালিত ছবিটি ৩৫০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়, যেখানে রজনীকান্ত একাই ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
মুক্তির প্রথম দিনেই ছবিটি ৬৫ কোটি টাকা আয় করে শক্তিশালী সূচনা করে। স্যাকনিস্কের প্রাথমিক প্রতিবেদনে দেখা যায়, মুক্তির অষ্টম দিনে ছবিটি আরো ৬ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। ফলে এ পর্যন্ত ‘কুলি’র ভারতীয় বক্স অফিসে মোট আয় দাঁড়িয়েছে ২২৯ কোটি ৭৫ লাখ টাকায়।
অন্যদিকে, একই দিনে মুক্তি পাওয়া অয়ন মুখার্জি পরিচালিত বিগ বাজেট ছবি ‘ওয়ার টু’র নির্মাণ খরচ প্রায় ৪০০ কোটি টাকা। ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশান ও দক্ষিণের জনপ্রিয় নায়ক জুনিয়র এনটিআর। মুক্তির দিনে ছবিটি ৫২ কোটি টাকা আয় করলেও সপ্তম দিনে আয় নেমে আসে ৫ কোটি টাকায়। সর্বশেষ হিসাব অনুযায়ী, ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২০৪ কোটি ২৫ লাখ টাকা।
দুই তারকার ভক্তদের মধ্যে প্রতিযোগিতা যেমন তীব্র, তেমনি আয়েও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে এখন পর্যন্ত অল্প ব্যবধানে এগিয়ে আছে রজনীকান্তের ‘কুলি’।