অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার মধ্যে ৩৭ বছরের দাম্পত্যের ইতি টানার গুঞ্জন চলছে। গত বছরের ডিসেম্বরে সুনীতা বান্দ্রা পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা করেন। অভিযোগে তিনি ব্যাভিচার, প্রতারণা এবং নির্যাতনের কথা উল্লেখ করেছেন।
এই আলোচনার মধ্যেই শুক্রবার মুম্বাই বিমানবন্দরে দেখা যায় গোবিন্দকে। সাদা পোশাক ও সানগ্লাসে উপস্থিত ছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর পুরো টিম। পাপারাজ্জিদের দেখে হাতে হেলো জানান, কিছুক্ষণ চুম্বন ছুড়ে দেন এবং তারপর স্বাভাবিকভাবেই বিমানবন্দরের ভেতরে চলে যান।

পাপারাজ্জিদের ভিডিওতে দেখা যায়, গোবিন্দ মিডিয়ার সঙ্গে কোনো তাড়াহুড়ো দেখাননি, বরং ধীরে ধীরে ছবি তোলার পর ভিতরে প্রবেশ করেন।
এদিকে হাটারফ্লাই-এর প্রতিবেদনে বলা হয়েছে, সুনীতা প্রতিটি শুনানিতে আদালতে উপস্থিত হয়েছেন কিন্তু গোবিন্দ একবারও যাননি। এ কারণে তাদের ডিভোর্সের গুঞ্জন আরো জোরালো হয়েছে।