বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে ভারতের রাজস্থানের ভরতপুরে। একই মামলায় আরো ছয়জনকে আসামি করা হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, কীর্তি সিং নামের এক আইনজীবী এ অভিযোগ করেছেন। তিনি ২০২২ সালে একটি গাড়ি কিনেছিলেন। ক্রয়ের সময় প্রতিষ্ঠানটিকে ৫১ হাজার রুপি অগ্রিম প্রদান করেন এবং বাকি অর্থ ঋণ নিয়ে পরিশোধ করেন। কিন্তু গাড়ি হাতে পাওয়ার কিছুদিনের মধ্যেই এতে যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। বিশেষ করে অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যা প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে।
অভিযোগ করেও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন। মামলায় শাহরুখ ও দীপিকার নাম অন্তর্ভুক্ত হওয়ার কারণ হলো—তারা উক্ত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন এবং বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রচার করেছিলেন। সেই কারণেই এফআইআরে তাদের আসামি করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ। তবে এ বিষয়ে শাহরুখ খান কিংবা দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।