দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম বাগদান করেছেন মরক্কো বংশোদ্ভূত মার্কিন গায়ক ও র্যাপার করিম খারবোচ, যিনি ফ্রেঞ্চ মনটানা নামেও পরিচিত। বাগদান অনুষ্ঠিত হয়েছে ২৭ আগস্ট, যা মাহরার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম পিপল ম্যাগাজিন জানিয়েছে, চলতি বছরের জুনে ফ্রেঞ্চ মনটানা প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে মাহরাকে বিয়ের প্রস্তাব দেন। ওই অনুষ্ঠানে গায়ক নিজেও প্রথমবারের মতো র্যাম্পে হাঁটেন।
ফ্রেঞ্চ মনটানা ও শেখা মাহরার সম্পর্কের গুঞ্জন প্রথম ছড়ায় গত বছর। তখন সংযুক্ত আরব আমিরাতে তারা একসঙ্গে দেখা গিয়েছিল। পরবর্তীতে একসঙ্গে ডিনারে যাওয়া, প্যারিস ফ্যাশন উইকে উপস্থিতি এবং দুবাই ভ্রমণ তাদের সম্পর্কের ব্যাপারে আলোচনা তুঙ্গে পৌঁছায়।
শেখা মাহরা তার বিলাসবহুল জীবনযাপনের জন্যও বিশ্বব্যাপী পরিচিত। ২০২৩ সালের মে মাসে তিনি প্রথমবার বিয়ে করেছিলেন এবং তার একটি কন্যা সন্তান রয়েছে। তবে এক বছরের মাথায়, ২০২৪ সালের জুলাইতে সেই সংসারের ইতি টানেন মাহরা। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেছিলেন, তার স্বামী অন্য সম্পর্কের সঙ্গে জড়িত ছিলেন।