বিশ্বখ্যাত মার্কিন গ্লোবাল রক ব্যান্ড লিংকিন পার্ক প্রথমবারের মতো ভারতে কনসার্ট করতে আসবে। ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, লিংকিন পার্ক ললাপালুজা ইন্ডিয়া ২০২৬-এ অংশ নেবে, যা মহালক্ষ্মী রেসকোর্স, মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। ব্যান্ডের সহপ্রতিষ্ঠাতা মাইক শিনোডা বলেন, “ভারতে পারফর্ম করার ইচ্ছে আমাদের দীর্ঘদিনের। আমাদের ভক্তরা অত্যন্ত উৎসাহী, আর আমরা শেষমেশ আমাদের লাইভ শো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য উদগ্রীব।”
বর্তমানে লিংকিন পার্ক বিশ্বব্যাপী গান নিয়ে ভ্রমণ করছেন। সর্বশেষ কনসার্টটি অনুষ্ঠিত হয়েছিল আমেরিকার মিনিয়াপোলিসে। এছাড়া ২০২৬ সালে ব্যান্ড বাহরাইন ও দুবাইতে কনসার্ট করার পরিকল্পনাও ঘোষণা করেছে।