দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন অভিনীত মালয়ালম সিনেমা ‘লোকা: চ্যাপ্টার ওয়ান–চন্দ্রা’ বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছে। ডমিনিক অরুণ পরিচালিত এই সুপারহিরো ফ্যান্টাসি সিনেমাটি মুক্তি পায় গত ২৮ আগস্ট। প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে উপচে পড়া দর্শকের ভিড় ছিল, আর মাত্র ১৩ দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ২০২ কোটি রুপি।
‘লোকা’ সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে প্রথম নারী সুপারহিরো হিসেবে আবির্ভূত হলেন কল্যাণী প্রিয়দর্শন। এটি মালয়ালম ইন্ডাস্ট্রির নারীপ্রধান গল্পনির্ভর প্রথম সিনেমা, যা ২০০ কোটির বেশি আয় করেছে।
এ বছর মালয়ালম ইন্ডাস্ট্রির আরও দুটি সিনেমা ২০০ কোটির ঘর পেরিয়েছে—মোহনলালের ‘এল টু এমপুরান’ আয় করেছে ২৬৫ কোটি এবং তাঁর আরেকটি ছবি ‘থুডারাম’ আয় করেছে ২৩৪ কোটির বেশি। গত বছর মুক্তি পাওয়া ‘মঞ্জুম্মেল বয়েজ’ আয় করেছিল ২৪০ কোটির বেশি। তবে নারীপ্রধান গল্পের ছবি হিসেবে ‘লোকা’ ভিন্ন মাত্রার সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।
কেরালার লোককাহিনি অবলম্বনে নির্মিত এই সিনেমায় রক্তপিপাসু যক্ষিণী কালিয়াঙ্কট্টু নীলির গল্পের সঙ্গে সমকালীন সমাজের নানা সমস্যা যুক্ত করা হয়েছে। সুপারন্যাচারাল উপাদানের মাধ্যমে অঙ্গ পাচার চক্রসহ একাধিক অপরাধচক্রের কাহিনি উঠে এসেছে সিনেমাটিতে। রহস্যময় গল্পে মোড়ানো এই সিনেমাটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
সিনেমাটি প্রযোজনা করেছেন জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান। সিনেমার সাফল্যের পর কৃতজ্ঞতা জানিয়ে কল্যাণী বলেন, “দুলকার যুক্ত হওয়ার পর ‘লোকা’র পরিধি আরও বড় হয়। তিনি আমাকে বলেছিলেন বক্স অফিসের সংখ্যার দিকে না তাকাতে। আমাদের সিনেমা সঠিক দর্শক খুঁজে নেবে বলে তিনি আশ্বস্ত করেছিলেন।”
জনপ্রিয় দক্ষিণি নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী ২০১৭ সালে তেলুগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনয়জগতে পা রাখেন। আট বছরে অল্পসংখ্যক তেলুগু, তামিল ও মালয়ালম সিনেমায় অভিনয় করলেও তিনি চরিত্র বাছাইয়ে ছিলেন ভীষণ যত্নশীল। ‘লোকা’র সাফল্যের মধ্য দিয়ে সেই দীর্ঘ অপেক্ষার ফল পেলেন এই অভিনেত্রী।