বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল এবার অভিনয় করতে যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবনীভিত্তিক ছবিতে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিনেমা নির্মাণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা এবং ট্রল নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন।
পরেশ রাওয়াল বলেন, বর্তমান সময়ে কোনো সিনেমাই তৈরি করা সহজ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন যেন মারমুখী হয়ে উঠেছে, যেখানে যেকোনো মানুষ সহজেই সমালোচনার শিকার হন। তবে যদি উদ্দেশ্য খারাপ না হয় এবং সিনেমা সততার সঙ্গে তৈরি হয়, তাহলে কে কী বলল তা নিয়ে ভাবার দরকার নেই।
তিনি আরও বলেন, “আমার পক্ষে প্রতিটি দর্শকের চাহিদা বোঝা সম্ভব নয়। আমি শুধু আমার পছন্দ অনুযায়ী কাজ করতে পারি। এতে হয়তো অনেকের প্রত্যাশা পূরণ হবে না, কিন্তু এটাই স্বাভাবিক।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল প্রসঙ্গে রাওয়ালের ভাষ্য, “আমি ভয় পাওয়ার মানুষ নই। ট্রলকারীদের আমি যথাযথভাবে উত্তর দিতে জানি।” তার মতে, আজকের দিনে সামাজিক মাধ্যমে অনেকেই দ্রুত নিজের মতামত প্রকাশ করে ফেলেন। একসময় যাদের কথা পরিবারের লোকেরাও গুরুত্ব দিত না, এখন সেই কথাই পুরো পৃথিবী আলোচনায় তোলে—যা তাদের কাছে আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে।