বলিউড সুপারস্টার সালমান খান নতুন সিনেমা ব্যাটল অফ গালওয়ান–এর শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। মাস দেড়েক ধরে ভারতের লাদাখে শুটিং চলছিল, আর সেখানেই এক ফাইটিং দৃশ্যে আঘাত পান এই জনপ্রিয় অভিনেতা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, চোট পেলেও সালমান সাহসিকতার সঙ্গে দৃশ্যটির শুটিং শেষ করেন। তবে আপাতত চিকিৎসকের পরামর্শে কিছুদিন বিরতিতে থাকবেন তিনি। ফলে সিনেমার শুটিংও সাময়িকভাবে থেমে গেছে।
প্রচণ্ড ঠান্ডা, বরফে ঢাকা লাদাখে শুটিংয়ের সময় তাপমাত্রা ছিল মাইনাসের কাছাকাছি, সঙ্গে ছিল অক্সিজেনের ঘাটতি। এমন কঠিন পরিবেশেই টানা ১৫ দিন লড়াই ও আবেগঘন দৃশ্যের শুটিং করেছেন সালমান।
অপূর্ব লাখিয়া পরিচালিত এই বিগ বাজেট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের আগস্টে। এরই মধ্যে প্রকাশ হওয়া ছবির ঝলকেই ভক্তরা উচ্ছ্বাসে ভরেছেন—রক্তাক্ত, দৃঢ় আর লড়াকু চরিত্রে একদম নতুনভাবে ধরা দিয়েছেন সালমান খান।