দক্ষিণি সিনেমায় নতুন সাফল্যের দৌড় শুরু করেছে পবন কল্যাণ অভিনীত ‘দে কল হিম ওজি’। মুক্তির প্রথম দুই দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১৫৪ কোটি রুপি। এর মাধ্যমে আল্লু অর্জুনের আলোচিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে।
সুজিত পরিচালিত এই ছবি মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়েছিল। প্রিমিয়ার শো থেকে আয় হয় ২১ কোটি রুপি, আর মুক্তির দিন বৃহস্পতিবার আয় করে ৬৩ দশমিক ৭৫ কোটি রুপি।
শুক্রবার দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ১৯ দশমিক ২৫ কোটি রুপি। ফলে কেবল ভারতে দুই দিনে মোট আয় দাঁড়ায় ১০৪ কোটি রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৫৪ কোটি রুপি।
মাত্র দুই দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে এটি পবন কল্যাণের ক্যারিয়ারের দ্রুততম আয়ের সিনেমা হয়ে উঠেছে।
‘ওজি’তে তুলে ধরা হয়েছে গ্যাংস্টার ওজস গম্ভীরার গল্প। শক্তিশালী উপস্থিতি দিয়ে পবন কল্যাণ দর্শকের মন জয় করেছেন। ছবিতে আরও আছেন প্রিয়াঙ্কা মোহন ও বলিউড অভিনেতা ইমরান হাশমি।
তেলেগু ইন্ডাস্ট্রিতে এটিই ইমরান হাশমির প্রথম কাজ। তিনি অভিনয় করেছেন ভয়ংকর গ্যাংস্টার ‘ওমি ভাউ’ চরিত্রে। সিনেমাটি দক্ষিণ ভারতের সব ভাষায় এবং হিন্দিতেও মুক্তি পেয়েছে।