ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয় থালাপতির জনসভা রক্তক্ষয়ী দুর্ঘটনায় পরিণত হলো। গত শনিবার রাতে তামিলনাড়ুর কারুর ভ্যালিতে তার নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’–এর আয়োজিত সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন শিশু এবং ১৬ জন নারী রয়েছেন। আহত হয়েছেন শতাধিক, যাদের অন্তত ৫১ জন এখনো আইসিইউতে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।
প্রিয় অভিনেতাকে একনজর দেখতে হাজারো মানুষ ভিড় জমিয়েছিলেন সমাবেশস্থলে। ভিড়ের চাপ, ধাক্কাধাক্কি আর বিশৃঙ্খলার মধ্যেই ঘটে এই মর্মান্তিক পদদলনের ঘটনা।
শোকবার্তা ও ক্ষতিপূরণের ঘোষণা
ঘটনার পরপরই তামিলনাড়ু সরকার নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের পরিবারকে এক লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দেয়। কিন্তু শুধু সরকারের আশ্বাসে থেমে থাকেননি বিজয়। তিনি নিজ উদ্যোগে নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিজয় গভীর শোক প্রকাশ করে বলেন, এ ধরনের প্রাণহানির বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
নিরাপত্তা বাড়ানো হলো
এদিকে, এই ঘটনার পর শঙ্কা তৈরি হওয়ায় বিজয় থালাপতির বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমর্থক ও সাধারণ মানুষের ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজয়ের রাজনৈতিক যাত্রার শুরুই এমন এক ভয়াবহ দুর্ঘটনায় আচ্ছন্ন হয়ে পড়ায় তামিলনাড়ুর রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। অনেকে শোকাহত, অনেকে আবার সমাবেশে নিরাপত্তাহীনতার জন্য প্রশ্ন তুলছেন।