জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান হঠাৎ করেই গুগল ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সূর্য দেবী’ রূপে তার ফটোশুট নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই এই বিষয়টি নজর কেড়েছে।
অভিনয়ের পাশাপাশি নিয়মিত ফটোশুটেও অংশ নিতে দেখা যায় রুনা খানকে। সাহসী ও ভিন্নধর্মী পোশাকে হাজির হয়ে প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি তিনি ‘সূর্য দেবী’ রূপে হাজির হন ফ্যাশন আয়োজনে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

গত ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো ‘সোনায় বোনা গল্প’। বড় সরদারবাড়ির খিলানের সামনে গড়ে তোলা হয় ফ্যাশন র্যাম্প। ‘আমি ঢাকা’ ও ‘বি হিয়ার নাউ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন রুনা খান। কর্সেট পোশাকে সূর্য দেবীর চরিত্রে তার উপস্থিতি আলোচনার ঝড় তোলে।
এ ঘটনার পর থেকে গুগলে রুনা খানকে নিয়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়। ট্রেন্ডিং তালিকায় দেখা যায়, হাজার হাজার মানুষ তার নাম সার্চ করেছেন।

অভিনয়জীবনের শুরু টেলিভিশন নাটক দিয়ে হলেও রুনা খান চলচ্চিত্রে নিজের অবস্থান পোক্ত করেছেন। ‘হালদা’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। এছাড়া ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। ‘ছিটকিনি’ ছবিতে তার অভিনয়ের জন্য তিনি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার লাভ করেন।