বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-এর আটটি বিভাগের বিভাগীয় অডিশন শেষ করে এবার শুরু হচ্ছে চূড়ান্ত বাছাই পর্ব। আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২১ অক্টোবর পর্যন্ত চলবে এই পর্বের প্রতিযোগিতা। ভেন্যু নির্ধারিত হয়েছে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্র।
বিটিভি সূত্রে জানা গেছে, বিভাগীয় পর্যায়ের বাছাইয়ে প্রতি শাখায় প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া পাঁচজন করে প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেবে। তবে কোনো বিষয়ে একাধিক প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সমান হলে, তারা সবাই এই পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।
অডিশনে অংশ নিতে হলে প্রতিযোগীদের সঙ্গে ‘ইয়েস কার্ড’ আনতে হবে। এই পর্বের বিজয়ীরা পর্যায়ক্রমে সেরা দশ, গ্রুমিং এবং ফাইনাল রাউন্ডে অংশ নেবেন।
চূড়ান্ত বাছাই শেষে নির্বাচিত শিশু-কিশোর শিল্পীরা মূল প্রতিযোগিতায় অংশ নেবে। এবারও ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে নয়টি বিষয়ে—
অভিনয়, আবৃত্তি, গল্পবলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাত।
প্রতিযোগিতাটি দুই শাখায় অনুষ্ঠিত হচ্ছে—
‘ক’ শাখায় ৬ থেকে ১১ বছরের নিচের শিশুদের জন্য,
আর ‘খ’ শাখায় ১১ থেকে ১৫ বছর বয়সীদের জন্য।
উল্লেখ্য, একসময় বাংলাদেশের শিশু শিল্পীদের উঠে আসার অন্যতম বড় প্ল্যাটফর্ম ছিল ‘নতুন কুঁড়ি’। মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে প্রথম শুরু হয় এই অনুষ্ঠানটি। দীর্ঘ বিরতির পর সর্বশেষ এটি অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে।

