ভাওয়াইয়া গানের জন্য খ্যাত কুড়িগ্রাম এবার হয়ে উঠেছে দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র পরবর্তী পর্বের কেন্দ্রবিন্দু। ঐতিহ্যবাহী ও প্রায় দেড়শ বছরের পুরোনো উলিপুর মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানের ধারণকাজ, যেখানে কুড়িগ্রামের মাটির গন্ধ আর মানুষের প্রাণের স্পন্দন মিলেমিশে গেছে এক অসাধারণ পরিবেশে।
আসছে শুক্রবার, ৩১ অক্টোবর, রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। বরাবরের মতোই অনুষ্ঠানটির পরিকল্পনা, রচনা, উপস্থাপনা ও পরিচালনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে তারই প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

অনুষ্ঠানের সূচনা হয়েছে এক মনোমুগ্ধকর গানে, যেখানে মনিরুজ্জামান পলাশের কথায় ও হানিফ সংকেতের সুরে কুড়িগ্রামের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনের গল্প ফুটে উঠেছে। গানে অংশ নিয়েছেন স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী—যেন মঞ্চজুড়ে প্রাণ পেয়েছে ভাওয়াইয়া সংস্কৃতির আসল সৌন্দর্য। সংগীতায়োজন করেছেন মেহেদী।
এরপর দর্শকদের জন্য ছিল এক বিশেষ চমক—চিলমারী নদীবন্দরকে কেন্দ্র করে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের অমর গান ‘ও কি গাড়িয়াল ভাই’-এর আধুনিক উপস্থাপনা। গানটি নতুনভাবে পরিবেশন করেছেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী সালমা আক্তার ও পূর্ণচন্দ্র রায়। মূল সুরে ছিলেন কিংবদন্তি আব্বাসউদ্দীন আহমেদ, আর নতুন সংগীতায়োজনে কাজ করেছেন মেহেদী।
দর্শকপর্বে কুড়িগ্রামের মূল ঐতিহ্য ভাওয়াইয়া সংগীত নিয়েই ছিল একটি বিশেষ আয়োজন। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, যেখানে তাদের যন্ত্রশিল্পীরা সরাসরি অংশ নিয়েছেন। পাশাপাশি ভূপতি ভূষণ বর্মা প্রতিষ্ঠিত এই একাডেমির শিল্পীদের পরিবেশনায় ছিল আরেকটি ভাওয়াইয়া গান—যা দর্শকদের মুগ্ধ করবে বলেই ধারণা।
অনুষ্ঠানের প্রতিবেদনে দেখা যাবে কুড়িগ্রামের ঐতিহ্য, ইতিহাস ও গর্বের স্থানসমূহ—যেমন মহারাণী স্বর্ণময়ী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি, বীর প্রতীক তারামন বিবির স্মৃতি, চিলমারী নদীবন্দর ও মুক্তিযুদ্ধের নানা অধ্যায়।
এছাড়াও রয়েছে কুড়িগ্রামের নদী ও চরাঞ্চলজীবনের গল্প—চার শতাধিক চর, হাজারো মানুষের সংগ্রাম, আর সম্ভাবনায় ভরা এক প্রাকৃতিক বাস্তবতা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন।
মানবিক দিকটি তুলে ধরতে এবারের পর্বে স্থান পেয়েছে চিলমারীর রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাওয়া এই প্রতিষ্ঠানের গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে নিশ্চিতভাবেই।
বিদেশি প্রতিবেদনে দেখা যাবে সিঙ্গাপুরের আধুনিক স্থাপত্য ও রহস্যে ঘেরা দুটি দ্বীপ—সেন্ট জনস আইল্যান্ড ও কুসু দ্বীপ—যা ভ্রমণপিপাসুদের কাছে দেবে নতুন এক অভিজ্ঞতা।
আরও থাকছে ‘কাশেম টিভি’ সাংবাদিকের সঙ্গে নাতির মজার সংলাপ, যেখানে হাস্যরসের মধ্যেই লুকিয়ে আছে সামাজিক ব্যঙ্গ। সেই সঙ্গে সমাজের অসঙ্গতি ও সমসাময়িক বাস্তবতাকে ঘিরে নির্মিত তীর্যক নাট্যাংশ, যেখানে অভিনয় করেছেন সোলায়মান খোকা, আব্দুল আজিজ, আবদুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমানসহ আরও অনেকে।
সব মিলিয়ে এবারের ‘ইত্যাদি’ পরিণত হতে যাচ্ছে ভাওয়াইয়ার হৃদয়স্পর্শী মঞ্চে, যেখানে কুড়িগ্রামের গান, নদী, চর আর মানুষের গল্প এক হয়ে গড়ে তুলবে এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা।

