বলিউডের দীপাবলি উদযাপন মানেই আলোকসজ্জা, পার্টি ও তারকাদের মিলন। কিন্তু এই বছর ‘মান্নাত’-এ সেই ব্যস্ততম রাত নেই। কিং খান শাহরুখ খানের বাড়িতে দীপাবলি পার্টি রাখা হয়নি, জানিয়েছেন তার ম্যানেজার পূজা দাদলানি।
কোভিড-১৯ পরবর্তী সময় থেকেই ‘মান্নাত’-এর দীপাবলি পার্টি অনেকটা বিরতিতে। আগে প্রতি বছর শাহরুখ-গৌরী আয়োজিত দীপাবলি পার্টি বলিউডের অন্যতম বড় পার্টিগুলোর মধ্যে একটি ছিল। সমুদ্রতটের এই বাড়ি মুখর হতো আলো, আতিথেয়তা ও তারকাদের আড্ডায়।
শেষবার বড় আকারে দীপাবলি উদযাপন হয় ২০২৪ সালে, যা একসঙ্গে শাহরুখের জন্মদিনের অনুষ্ঠানের সঙ্গে মিলেছিল। সেই অনুষ্ঠানে প্রায় আড়াইশ তারকা, পরিচালক ও ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন। এর আগে ২০১৮ সালের দীপাবলি পার্টিও বেশ স্মরণীয় ছিল; যেখানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, শিল্পা শেঠি, অনন্যা পাণ্ডে প্রমুখ।
এই বছর শাহরুখ কাজের তাড়নায় ব্যস্ত, তাই কোনো দীপাবলি আয়োজন হয়নি। তিনি পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং করছেন। সিনেমাটিতে প্রথমবার সুহানা খান তার বাবার সঙ্গে অভিনয় করছেন। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে।

