প্রখ্যাত বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে নিয়ে। এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন, শাহরুখ দিন দিন ‘একঘেয়ে অভিনেতা’ হয়ে উঠছেন। যদিও তিনি শাহরুখের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে তার পরিশ্রম ও স্ব-ক্ষমতায় বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
সাধারণত বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় পর্যন্ত সবকিছু নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ থাকে। কিন্তু খান-কুমার-দেবগনদের অভিনয় সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে নাসিরুদ্দিন শাহের মন্তব্য বলিউড অন্দরেই নতুন আলোচনা তৈরি করেছে।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, “কন অভিনয় সবচেয়ে ভালো লাগে—খান, কুমার নাকি দেবগন?” উত্তরে নাসিরুদ্দিন শাহ জানান, তিনি প্রায় সকলের সঙ্গে কাজ করেছেন, তবে আলাদা করে তাদের অভিনয় দেখার চেষ্টা করেননি।
নাসিরুদ্দিন শাহ বিশেষভাবে অক্ষয় কুমারের প্রশংসা করেছেন। তার ভাষ্যে, “একমাত্র অক্ষয় কুমারকেই আমি খুব পছন্দ করি। কোনো সাহায্য বা গডফাদার ছাড়াই নিজের জায়গা তৈরি করেছে সে। অভিনয় করার যোগ্যতা রয়েছে এবং বহু বছর ধরে কাজ করার পর সে ভালো অভিনেতা হয়ে উঠেছে।”
শাহরুখ খানের প্রসঙ্গ আসলে তিনি স্বীকার করেন যে, শাহরুখও কোনো সাহায্য ছাড়া নিজের জায়গা তৈরি করেছেন। তবে অভিনেতা হিসেবে তার বর্তমান কাজ নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “সে নিজের ক্ষমতায় এমন জায়গা তৈরি করেছে, যার জন্য আমি তাকে পছন্দ করি। কিন্তু অভিনেতা হিসেবে সে দিন দিন একঘেয়ে হয়ে যাচ্ছে।”
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে শাহরুখ খান রুপালি পর্দায় ফিরে আসেন। সেই বছরে তার অভিনীত ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ ছবিগুলো বক্স অফিসে সাফল্য পায়। বর্তমানে তিনি আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

