জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া বিরতি কাটিয়ে আবারো নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করলেও, উপস্থাপনা ও অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর সংগীতেও নিজেকে প্রতিষ্ঠিত করেন স্বতন্ত্রভাবে।
২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে সংগীত জগতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে ফারিয়ার। আলোচিত এ গানটি যেমন প্রশংসা কুড়ায়, তেমনি সমালোচনাও হয় কম নয়। এর পর তিনি আরো চারটি গান প্রকাশ করেন এবং ধীরে ধীরে সংগীতে নিজের অবস্থান দৃঢ় করেন।
সংগীত থেকে সাময়িক বিরতির পর আবারও নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন ফারিয়া। গত বছরের শুরুতে জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে একটি গান রেকর্ড করলেও সেটি এখনো প্রকাশিত হয়নি। এবার সেই গানটি ও আরও কিছু নতুন প্রজেক্টের মাধ্যমে শ্রোতাদের সামনে আসার পরিকল্পনা করছেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে নুসরাত ফারিয়া জানান, গানের প্রকাশে দেরি হচ্ছে মূলত প্রযোজনার মান ধরে রাখার কারণে।

তাঁর ভাষায়, “একটি ভালো প্রযোজনা তৈরি করতে অনেক মানুষের সমন্বয় লাগে, যা সময়সাপেক্ষ। আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করতে চাই না, এমন মিউজিক ভিডিও তৈরি করতে চাই যা দর্শকদের নতুন কিছু দেখার অনুভূতি দেবে।”
তিনি আরো জানান, তাঁর একাধিক গান এখন প্রকাশের অপেক্ষায় আছে। ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ আরো কয়েকজন প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন ফারিয়া। “প্রতিটি প্রজেক্টই খুব যত্ন নিয়ে করছি” বলেন তিনি।
নিজের স্বপ্ন প্রসঙ্গে ফারিয়া বলেন, “কিছু সংগীতশিল্পী আছেন, যাদের গান শুনে আমি বড় হয়েছি। তাঁদের সঙ্গে কাজ করতে পারলে সেটা আমার জন্য দারুণ অভিজ্ঞতা হবে। এমন কিছু পরিকল্পনা করছি, দেখা যাক কতদূর যাওয়া যায়।”
সংগীতের পাশাপাশি বড় পর্দায়ও ফিরছেন এই অভিনেত্রী। তিনি জানান, “এই মাসের শেষ দিকে একটি নতুন ছবির শুটিং শুরু করব। ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই দেওয়া হবে।”
সম্প্রতি নুসরাত ফারিয়া কানাডায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। আগামী নভেম্বর মাসে তিনি আরো একটি আন্তর্জাতিক সফরে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।

