৬০ বছর পূর্ণ করলেন বলিউডের কিং শাহরুখ খান। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার মতে, শাহরুখকে তিনি নিজের ছোট ভাইয়ের মতো দেখেন।
শাহরুখও তাকে ‘দিদি’ হিসেবে শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী হিসেবে মমতার আহ্বানে শাহরুখ একাধিকবার পশ্চিমবঙ্গে গেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এই আন্তরিক সম্পর্কের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “আমার ভাই শাহরুখ খানকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা! তোমার অসাধারণ প্রতিভা ও ক্যারিশ্মা দিয়ে আরও বহু বছর ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করো।”
শাহরুখের জন্মদিনে মুম্বাইয়ের মায়ানগরীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ভক্তদের ভিড়ে সেজে উঠেছে কিং খানের বাড়ি ‘মান্নাত’ চত্বর। যদিও বিগত কয়েক মাস ধরে শাহরুখ নিজে ভাড়া বাড়িতে থাকছেন, তবুও তার একটি ঝলক দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় করছেন।
এদিন শাহরুখ তার আগামী ছবির টিজারও প্রকাশ করেছেন। নতুন ছবিতে তার নতুন লুক ভক্তদের মুগ্ধ করেছে। সংবাদে জানা গেছে, ছবিটি দক্ষিণী সিনেমার ধাঁচে তৈরি হবে। অনেকে বলছেন, এই লুক ‘জওয়ান’ ছবির সঙ্গে কিছুটা মিল রয়েছে।

