পর্দায় তারকা যেমন ঝলমলে দেখান, তার আড়ালে লুকিয়ে থাকে প্রচণ্ড পরিশ্রম, হতাশা আর সংগ্রামের কাহিনি। সম্প্রতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল ইভেন্টে অংশ নিয়ে নিজের সেই সংগ্রামকে স্মৃতিপটে তুলে ধরলেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।
শুভ জানালেন, নায়ক হয়ে ওঠার পথ মোটেই সরল ছিল না। মডেলিং দিয়ে শুরু হলেও অভিনয়ের জগতে পা রাখার আগে তিনি কাজ করেছেন প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। বিজ্ঞাপনের ইউনিটে পরিচালক ও শিল্পীদের সহকারী হিসেবে ছোটখাটো কাজ করা থেকে শুরু করে নানাভাবে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন তিনি।
শুভ বলেন, “এক সময় আমি প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। শুটিংয়ে ডিরেক্টরের আদেশ পালন, শিল্পীদের ছোটখাটো চাহিদা পূরণ—যেমন পানির ব্যবস্থা, স্যান্ডেল মোছা—সবই আমার দায়িত্ব ছিল।”
তারপর তিনি স্মৃতিমাখা হাসি দিয়ে যোগ করলেন, “একটা বিজ্ঞাপনের শুটিংয়ে আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা। ডন ছিলেন মডেল। স্বপ্নটা বড় ছিল, সেই ছোটখাটো পদক্ষেপই আমাকে আজকের নায়ক হওয়ার পথে নিয়ে এসেছে।”
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা আরিফিন শুভ পরে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেন। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’-সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন শুভ। সম্প্রতি বলিউডের একটি ওয়েব সিরিজেও তিনি অভিনয় করে আলোচনায় এসেছেন।
শুভের এই কাহিনি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে—সফলতার পথে ছোট ছোট পদক্ষেপ, ধৈর্য ও অবিচল পরিশ্রম অপরিহার্য।

