দক্ষিণী চলচ্চিত্রের তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা এবার প্রকাশ্যেই ভালোবাসার পরিচয় দিলেন। সম্প্রতি হায়দরাবাদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন তারা। অনুষ্ঠানে বিজয় মঞ্চে দাঁড়িয়ে রাশমিকার হাত ধরে তাকে চুমু দেন। দর্শক ও সাংবাদিকদের উপস্থিতিতে ঘটে এই মুহূর্ত।
এ সময় নায়িকা খানিকটা লজ্জায় পড়েন। মাইক্রোফোন হাতে লাজুক হাসি দিয়ে তিনি বলেন, “প্রত্যেকের জীবনে একজন বিজয় দেবেরাকোন্ডা থাকা উচিত। ওর মতো একজন মানুষ পাশে থাকা সত্যিই আশীর্বাদ।”
বিজয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, “বিজু, তুমি শুরু থেকেই সিনেমার অংশ ছিলে। আজ এর সাফল্যে তোমাকে পাশে পেয়ে ভালো লাগছে।”
রাশমিকা জানান, ‘দ্য গার্লফ্রেন্ড’-এর সময় থেকেই বিজয় নায়িকার পাশে ছিলেন। এই মন্তব্যের পর তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে এই দুই তারকার বিয়ে অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকতা পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হবে।

