ওপার বাংলার নাটকের মঞ্চ থেকে বড় পর্দা—দুই মাধ্যমেই নিজের দাপুটে অভিনয়ে দর্শকদের মুগ্ধ করা বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক ভদ্রা বসু আর নেই। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
ভারতীয় গণমাধ্যম জানায়, বেশ কিছুদিন ধরে গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। প্রথমে তার গলব্লাডারে স্টোন ধরা পড়ে কিন্তু অতিরিক্ত রক্তচাপ এবং হৃদযন্ত্রের সমস্যার কারণে তাৎক্ষণিক অস্ত্রোপচার সম্ভব হয়নি। ওষুধের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছিল।
এ অবস্থায় হঠাৎ ঘরে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। পরবর্তী ধাপে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। এর মধ্যেই নতুন করে কিডনির সমস্যাও দেখা দেয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতে তিনি মারা যান।
ভদ্রা বসু ছিলেন প্রখ্যাত নাট্য নির্দেশক ও অভিনেতা অসিত বসুর সহধর্মিণী। মঞ্চ হোক বা ক্যামেরার সামনে—অভিনয়ে তিনি ছিলেন বিশেষ সক্ষমতার পরিচায়ক। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ ছবিতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছিল দর্শকদের।

