অভিনেত্রী সাদিয়া আয়মান ছোটপর্দা থেকে ওয়েব সিরিজ ‘তাকদীর’-এর মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান এবং দ্রুতই ভক্তদের ভালোবাসা অর্জন করেন। পরে ‘কাজল রেখা’ ও ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে তিনি প্রশংসাও কুড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর উপস্থিতি সবসময়ই নজর কাড়ে।
সম্প্রতি একটি পোস্টে নিজের অনুভূতি জানিয়ে সাদিয়া লিখেছেন, আমার অনেক গুলো সুন্দর সুন্দর ছবি, ভিডিওস জমে গিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে। পোস্ট করবো করবো করে করাই হলো না! এখন আর ইচ্ছাও করছে না সেগুলো পোস্ট করতে! একটা ছবি কিংবা ভিডিওর পেছনে কত এফোর্ট দিতে হয়! ছবি সিলেক্ট, এডিট, এরপর গান সিলেক্ট করা!!! এখন এগুলো অনেক প্রেসার লাগে! নাহ আমার বয়সও তো বেশি না! তবুও এমন কেন হয়? আচ্ছা, এমনটা কি আপনাদের সাথেও হয়?

তিনি লিখেছেন, একটি ছবি বা ভিডিও পোস্ট করতে যে পরিমাণ সময় ও শ্রম দিতে হয়, তা এখন চাপের মতো মনে হয়। ছবি বাছাই, সম্পাদনা, এরপর কোন গান ব্যবহার করবেন—সব মিলিয়ে ঝামেলাই বাড়ে। তাঁর ভাষায়, “নাহ, আমার বয়সও তো বেশি না, তবুও এমন কেন হয়? আপনাদের সাথেও কি এমন হয়?”
এছাড়া মন্তব্যের ঘরে তিনি যোগ করেন, “পোস্টের সঙ্গে আবার মানানসই ক্যাপশনও ভাবতে হয়, এটাও তো ভুলে গিয়েছিলাম!”
তাঁর সেই পোস্টে অনেকে নিজেদের অভিজ্ঞতাও জানান। এক নেটিজেন লেখেন, “হ্যাঁ, এমন হয়। কোন গান রাখব ভাবতে ভাবতেই মুড চেঞ্জ হয়ে যায়।” অন্য একজন লিখেছেন, “পরিস্থিতি সব সময় এক থাকে না। মন খারাপ হলে কোনো কিছুই ভালো লাগে না।”

